About Sampa আমার মনের চিন্তাধারাকে ও প্রতিদিনের অভিজ্ঞতাগুলিকে কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আমি কবিতা লিখে আনন্দ পাই ও বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য কবিতাগুলি পাঠ করে শোনাই। আমার অন্যান্য শখগুলি হলো: বিভিন্ন ধরনের খাবার রান্না করা, ঘর সাজানো, ফুলের বাগান করা ও ভালো গল্পের বই পড়া ।
এটাই স্বপ্ন Durga Puja Live @ Kolkata বকের উপবাস ছড়ায় বিশ্বকাপ
|
|
তোমার ভালোবাসা আমার মনে এনে দেয় বিশ্বাস
সেই বিশ্বাসে আমি প্রানভরে নিই নিশ্বাস।
ভালোবাসা? ভালোবাসা বলতে বুঝিতো একটা অনুভূতি
যে অনুভূতি আমাকে দেয় বাঁচার একটা প্রেরনা।
যে প্রেরনা তোমার আমার মুখে আনে হাসি
যে হাসি নিয়ে আমরা সারাটা জীবন থাকবো পাশাপাশি।
পাশাপাশি হলো তো দুজনারই একটা স্পর্শ
স্পর্শ ছাড়া কি কখনো বাঁচা যায়?
তাহলে জীবন হয়ে যাবে একটা শূন্য
শূন্যতা হচ্ছে মনের গভীরে
হারিয়ে যাওয়া একটা মানসিকতা
যে মানসিকতা এনে দেবে দুজনার মধ্যে বিচ্ছেদ।
বিচ্ছেদ? বিচ্ছেদ বলে জানিতো একটা দূরত্ব
দূরত্বতা আমি কখনোই চাইবো না
তাই চাই তোমার হৃদয় আমার হৃদয়
হয়ে উঠুক একাত্ম।
***********
Please Sign in or Create a free account to join the discussion
Comments:
|
|