About Sampa আমার মনের চিন্তাধারাকে ও প্রতিদিনের অভিজ্ঞতাগুলিকে কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আমি কবিতা লিখে আনন্দ পাই ও বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য কবিতাগুলি পাঠ করে শোনাই। আমার অন্যান্য শখগুলি হলো: বিভিন্ন ধরনের খাবার রান্না করা, ঘর সাজানো, ফুলের বাগান করা ও ভালো গল্পের বই পড়া ।
 ভালোবাসা এটাই স্বপ্ন Durga Puja Live @ Kolkata ছড়ায় বিশ্বকাপ
|
|
বকমামা এলো উড়ে
বসলো এসে জলের ধারে ।
ঠ্যাঙ ঠ্যাঙে লম্বা পায়ে
হাঁটে যে হেলে দুলে |
তীক্ষ্ণ তার চোখের দৃষ্টি
বসে থাকে কখন আসবে বৃষ্টি ।
মাছেরা উঠবে ভেসে
ছোঁ মেরে ধরবে শেষে ।
কোথা থেকে মাছরাঙা
উড়ে এসে জুড়ে বসলো
খফ করে মাছ ধরলো ।
বকমামা ভেবেই মরে
পেট যে গুড় গুড় করে ।
কোথায় আমি যাবো এবার
বড় সাধ ছিলো ল্যাঠা মাছ খাবার ।
বকেদের বড় ধৈর্য্য
মুখ বুঝে করে সহ্য ।
ঘুরে গিয়ে বসে অন্য পাড়ে
লক্ষ্য রাখে কেউ যেন খাবার না কাড়ে ।
বুদ বুদ কাটে যে জলে
মাছেরা খেলা করে ।
বকের ঠোঁটে হাসি জাগে
এবার সত্যি সে মাছ খাবে |
ভাগ্য তার দেয়না সাড়া
গাংচিল মারলো তাড়া ।
মাছেরা সব পালিয়ে গেলো
বকের চোখে জল যে এলো ।
সন্ধ্যা এবার ঘনিয়ে আসে
বকমামা উড়ে গেলো অবশেষে ।
Please Sign in or Create a free account to join the discussion
Comments:
Kajari Guha (Saturday, Aug 9 2014): A nice read!One suggestion is there about improving the spellings.e.g.tada.It should be da-y shunyo da.Pl. don't mind.Wish to read some more.Thanks for sharing.
|
|