About Nilanjan নীলাঞ্জন এক বহুমুখী প্রতিভা । পদ্য, গদ্য, ছড়ার পাশাপাশি ওর আঁকা স্কেচের আকর্ষণই আলাদা । একাধিক গ্রন্থের প্রণেতা নীলাঞ্জন সম্পর্কে আরো তথ্য এইখানে ।
 ভালোবাসা এটাই স্বপ্ন Durga Puja Live @ Kolkata বকের উপবাস
|
|
১
বিশ্বকাপ ও চিল
ছোঁ মেরে সাপ ধরতে চেয়ে চিল,
সংসদে পাশ করার ছলে বিল,
বিফল শেষে লোকাভাবে
কারণ সবাই বিশ্বকাপে
আসন ছেড়ে পালিয়েছে ব্রেজিল !
২
পৃথিবীটাই বিরাট ফুটবল
একটু মাটি তিনভাগই তার জল,
ঘুরছে নিজের সমস্ত সম্বল,
কার পায়ে সে, জানেনা কেউ
কোথাও বরফ, সমুদ্র, ঢেউ
পৃথিবীটাই বিরাট ফুটবল !
Please Sign in or Create a free account to join the discussion
Comments:
|
|